
প্রকাশিত: Sat, Dec 31, 2022 3:43 PM আপডেট: Mon, May 12, 2025 8:42 AM
বসন্তের কোকিলদের রাজনীতি
খাজা নিজামউদ্দিন
এ দেশের রাজনীতিবিদদের অনেকেই বড় বড় অন্যায় করেছেন। অন্যতম অন্যায় হলোÑ উড়ে এসে জুড়ে বসা বসন্তের কোকিলদের রাজনীতির গুরুত্বপূর্ণ পদে বসানো। উড়ে আসা জুড়ে বসাদের রাজনীতিতে বসতে দেওয়ার পরে তারা শুতে চায়, মানে পুরো রাজনীতি দখল করতে চায় এবং এইসব বসন্তের কোকিল, বিভিন্ন সুবিধাবাদীদের রাজনীতিতে প্রবেশের কারণে, বড় সর্বনাশ হয়েছে রাজনীতির। একটি দেশ আমলা দিয়ে আগায় না, ব্যবসায়ী দিয়েও আগায় না, শক্তিশালী রাজনৈতিক শক্তি না থাকলে আমলা ব্যবসায়ীরা রাজনীতির ড্রাইভিং সিটে তাদের লোক বসিয়ে পুরো রাজনীতিকে নিয়ন্ত্রণ করে এবং নিজেদের সুবিধা আদায়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে।
অথচ দেশকে এগিয়ে নিতে আমলাদের দেশের কাজে তাদের মেধাকে সর্বোচ্চ ব্যবহার করানো, ব্যবসায়ীদের দেশের কাজে লাগানোর দায়িত্বটা রাজনীতির। যে রাজনীতি আমলাতন্ত্রকে কাজে লাগাতে পারে না, ব্যবসায়ীদের ফ্রেইমে রাখতে পারে না, নিশ্চিতভাবেই সেটি ব্যর্থ রাজনীতি। আর রাজনীতি ব্যর্থ হলে দেশের সর্বনাশ হয়, মানুষের আশার জায়গাটা আর থাকে না। ৫১ বছরে আমাদের রাজনীতি শক্তিশালী হতে পারে নি এখনও। যারা অন্যতম কারণ বসন্তের কোকিল, সুবিধাবাদীদের বিভিন্ন রাজনৈতিক দলে সরাসরি নিয়োগ দেয়া। রাজনীতি ঠিক করতে হলে অনেক কিছুই করতে হবে, প্রথম দিকে বসন্তের কোকিলদের দূরে রাখতে হবে। রাজনীতির বাইরে যারা আছেন, তারা রাজনীতি করতে চাইলে অন্তত ১০ বছর তাদের মাঠ পর্যায়ে রাজনীতি করাতে হবে। ফেসবুক থেকে
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
